আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলে মোসাদ্দেক

0
457

স্পোর্টস ডেস্কঃ
ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

আফগানিস্তানের ভারতের দেরাদুনে ৩, ৫, ৭ জুন তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সবশেষ নিদাহাস ট্রফিতে ভালো করায় দলে বড় কোনো পরিবর্তন আনেননি নির্বাচকরা।

নিদাহাস ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ, ব্যাটসম্যান ইমরুল কায়েস এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান। দলে ঢুকেছেন শুধু মোসাদ্দেক হোসেন সৈকত।

জাতীয় দলের হয়ে ২ টেস্ট, ১৮ ওয়ানডে এবং ৬ টি-টোয়েন্টি খেলা মোসাদ্দেক দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেন। গত বছরের আগস্টে চোখের সংক্রমণের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েন এ স্পিন অলরাউন্ডার। সুস্থ হয়ে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে আবার জাতীয় দলে জায়গা করে নিলেন ২২ বছর বয়সি এ ক্রিকেটার।

স্ট্যান্ডবাই রাখা হয়েছে কাজী নুরুল হাসান সোহান, নাঈম হাসান এবং আবুল হাসান রাজুকে।

২৯ মে দেরাদুনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান(অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন ‍কুমার দাশ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও আবু জায়েদ চৌধুরী রাহী।