আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ১১ ফেব্রæয়ারি

0
1269

তথ্যবিবরণী:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমীর সহযোগিতায় চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ১১ ফেব্রæয়ারি বিকাল সোয়া চারটায় বাংলাদেশ শিশু একাডেমী, খুলনায় এই চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এই প্রতিযোগিতার কাগজ বাংলাদেশ শিশু একাডেমী সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সঙ্গে আনতে হবে। প্রতিযোগিতার সময় প্রত্যেক শিশুকে অবশ্যই তার জন্মনিবন্ধন সনদ এর ফটোকপি সঙ্গে নিয়ে প্রতিযোগিতা কক্ষে প্রবেশ করতে হবে। জন্মনিবন্ধন সনদ ব্যতিত কোন প্রতিযোগি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। প্রাপ্ত আঁকা ছবিগুলো থেকে বাছাইকৃত ছবি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পলাশী সড়কে প্রদর্শিত হবে। চিত্রাংকন প্রতিযোগিতায় ক-বিভাগ: অনুর্ধ্ব সাত বছর, খ-বিভাগ আট থেকে ১১ বছর এবং গ-বিভাগ ১২ থেকে ১৫ বছর পর্যন্ত শিশুরা অংশগ্রহণ করতে পারবে। বিষয়: ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা।