আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণে কেসিসি’র সভা

0
459

সংবাদ বিজ্ঞপ্তি:

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরী অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ২৫ নভেম্বর সারাদেশে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। দেশব্যাপী আয়োজিত এ আনন্দ শোভাযাত্রার অংশ হিসেবে খুলনা মহানগরীতে জেলা প্রশাসন আনন্দ শোভাযাত্রার আয়োজন করছে।

আনন্দ শোভাযাত্রায় খুলনা সিটি কর্পোরেশনের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতিমূলক এক সভা আজ বুধবার বিকেলে প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালার সভাপতিত্বে নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় ২৫ নভেম্বর সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রায় স্বত:স্ফ‚র্ত অংশগ্রহণ এবং শিববাড়ি মোড় ও শহীদ হাদিস পার্ক প্লাকার্ড ও ফেস্টুন দ্বারা সজ্জিতকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ২৮ নভেম্বর বিকেল ৫টায় নগর ভবনে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও বঙ্গবন্ধুর প্রামাণ্য চিত্র প্রদর্শনেরও সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য আনন্দ শোভা যাত্রা নগরীর শিববাড়ি থেকে শুরু হয়ে শহীদ হাদিস পার্কে এসে শেষ হবে।

কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এবিএম আব্দুল্লাহ, বাজেট কাম একাউন্টস অফিসার কাজী জাকিরুল হাসান, কঞ্জারভেন্সী অফিসার মোঃ আনিসুর রহমান, আর্কিটেক্ট রেজবিনা খানম, জনসংযোগ কর্মকর্তা সরদার আবু তাহের, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, কালেক্টর অব ট্যাক্সেস তপন কুমার নন্দী, বাজার সুপার গাজী সালাউদ্দিন, কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন হোসেন, এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি শেখ সোবহান আলী, সাধারণ সম্পাদক দুলাল হোসেন রাজা প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।