আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলে সহকারী প্রধান শিক্ষক নিয়োগের চেষ্টা!

0
522

স্টাফ রিপোর্টার:
আশাশুনি উপজেলার বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলে মোটা অংকের অর্থের বিনিময়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগের তোড়জোর চলছে। এব্যাপারে আশাশুনি বিজ্ঞ সহকারী জজ আদালত, সাতক্ষীরায় বুধহাটা গ্রামের মৃত রমজান আলীর ছেলে নুরুজ্জামান জুলু বাদী হয়ে ১৮জনকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন। মামলা নং দেং ৮৬/২০১৮। মামলা সূত্রে জানাগেছে, গত ২৮অক্টোবর’১৮ তারিখে মামলা দায়ের করা হলে বিজ্ঞ আদালত বিবাদীগণকে জবাব দেওয়ার নির্দেশ দেন। আগামী ১২নভেম্বর মামলার দিন ধার্য থাকলেও প্রধান শিক্ষক কৌশলে ৭ নভেম্বর আপত্তি দাখিলের জন্য সময় চেয়ে আদালতে আবেদন করেন। এদিকে আদালতে সময় চেয়ে আবেদন করে, প্রধান শিক্ষক দাউদ হোসেন কৌশলে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আজ শনিবার তড়িঘড়ি করে লিখিত ও মৌখিক পরীক্ষার দিন ধার্য করেন বলে বিভিন্ন সূত্রে জানাগেছে। এরই প্রেক্ষিতে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পেতে উচ্ছুক ব্যক্তিদের নোটিশ এর মাধ্যমে অবগত করেন। মামলা সূত্রে আরও জানা যায়, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আইন ও আদালতের আদেশ তোয়াক্কা না করে অবৈধ্য ভাবে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার পায়তারা চালিয়ে যাচ্ছে। মামলায় আরও প্রকাশ, উক্ত প্রধান শিক্ষক ইতি পূর্বে ১২লক্ষ টাকার বিনিময়ে প্রধান শিক্ষক পদে নিযুক্ত হয়। এবিষয়ে নুরুজ্জামান জুলু বলেন, প্রধান শিক্ষক দাউদ হোসেনের নিয়োগ ছিলো অবৈধ্য। মোটা অংকের অর্থের বিনিময়ে তিনি অবৈধ্য ভাবে নিয়োগ পেলেও এখনও পর্যন্ত সরকারী বেতন করতে পারেননি। অথচ তিনি একজনের নিকট থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার জন্য এবং বর্তমান কমিটির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত হওয়ার কারণে এ পাতানো নিয়োগ পরীক্ষার আয়োজন করা হচ্ছে। এব্যাপারে জানতে চাইলে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক দাউদ হোসেন বলেন, আমরা নিয়োগের সকল প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আদালতে মামলা দায়ের হওয়ায় বর্তমান স্কুলের পক্ষ থেকে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আদালতের রায়ের ভিত্তিতে পরবর্তীতে নিয়োগ পরীক্ষা নেওয়া হবে।