আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণঃ বাধা দেওয়ায় হুমকি

0
377

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি:
দিঘলিয়া থানাধীন বারাকপুর গ্রামের আনন্দ কুমার দত্তের বসত জায়গা জোরপূর্বক দখল করে আদালতের নির্দেশ অমান্য করে একই এলাকার মিন্টু কুমার দে ও তার ভাই জয়ন্ত কুমার দে’র বিরুদ্ধে পাকা ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানাগেছে, দিঘলিয়া থানাধীন বারাকপুর গ্রামের আনন্দ কুমার দত্তের বসত জায়গা গত বছরের ৩০ মে সকালে জোরপূর্বক দখল করে একই এলাকার মৃত শান্তিপদ দে’র পুত্র মিন্টু কুমার দে ও জয়ন্ত কুমার দে দলবল নিয়ে পাকা ঘর নির্মাণ করার চেষ্টা করে। এ সময় আনন্দ কুমার দত্ত তাদেরকে বাধা দিয়ে তাকে মারপিট করতে এগিয়ে আসে। পরে তারা বাধার মুখে দুই দিনের মধ্যে জমি ছেড়ে চলে না গেলে জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধি ১৪৪/১৪৫ ধারায় বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন(মামলা নং ৩৭৩ তাং ৮/৬/১৭। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীকে জবর দখল এবং ঘর নির্মাণে নিষেধাজ্ঞা করে ৩১ জুলাই সকল কাজগজপত্র নিয়ে খুলনার বিজ্ঞ অতিরিক্ত ম্যজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার জন্য বলা হয়। মিন্টু ও তার ভাই জয়ন্ত আদালতে কাগজপত্র উপস্থাপন না করে কৌশলে সময় ক্ষেপন করছে বলে বাদী আন্দন কুমার দত্ত জানান। এর মধ্যে আনন্দ কুমারকে ১৪ জুলাই ও ১৬ জুলাই শিরোমণিস্থ তার হোমিও ফার্মেসীর দোকানে এসে মামলা তুলে নিতে এবং আদালতে হাজির না হওয়ার হুমকি ধামকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে গালীগালাজ করে। এ বিষয়ে খানজাহান আলী থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে (যার নং ৯৪৫, ২৩/৭/১৮) ।