আটরা শিল্পাঞ্চলের আলিম ও ইষ্টার্ণ জুট মিলস্ শ্রমিক কর্মচারীদের মজুরী কমিশন বস্তবায়ন সহ ১১দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরণ গণ- অনশন চালানোর হুমকী : অসুস্থ হয়ে ৬ শ্রমিক হাসপাতালে

0
325

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি ঃ ঘোষিত ১১ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচী চলবে বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন আটরা শিল্পাঞ্চলের আলিম ও ইষ্টার্ণ জুটমিলের শ্রমিকরা। শ্রমিকরা বলেছেন তাদের পিট দেয়ালে ঠেকে গিয়েছে। এখন সব দাবী আদায় না হওয়া পর্যন্ত ঘওে ফেরা তাদের পক্ষে আর সম্ভব নয়। একারনে তারা জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত মিল গেটে আমরণ অনশন চালিয়ে যাবে। অনশন চলাকালে অসুস্ত হয়ে ফুলতলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি রয়েছে ইব্রাহীম মোল্যা, পনু, মোঃ কওসার, আব্দুল হামিদ, তাহের আলী, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন হারেজ আলী। ইষ্টার্ণ জুট মিলের চিকিৎসক মোঃ আবুল কালাম ও সহকারী আব্দুর রউফ জানান গতকাল ভোর রাত থেকে এ পর্যন্ত অনশন ক্যাম্পে স্যালাইন পুশ করা হয়েছে ১২জনের ও চিকিৎসা দেয়া হয়েছে ২ মিলের প্রায় শতাধিক শ্রমিকের। এছাড়া আলিম জুটমিলস সিবিএ সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার বেলা ১২টায় উচ্চ রক্তচাপ দেখা দিলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামের পরামর্শ দেন। আলিম ও ইষ্টার্ণ জুটমিল শ্রমিক কর্মচারীদের অনশন চলাকালে ইষ্টান জুট মিল সিবিএ সভাপতি মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে আলিম জুট মিল সাবেক কোষাধ্যক্ষ মোঃ আমিরুল ইসলাম ও ইষ্টান জুট মিলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন আলিম সিবিএ সভাপতি মোঃ সাইফুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আঃ হামিদ সরদার, মোঃ ইউসুফ আলী, আলমগীর হোসেন, আঃ হক মহলদার, হাফেজ আঃ সালাম, আমিরুল ইসলাম, ইজদান আলী, মোজাম্মেল হক, হাসান শরীফ, আঃ রব মোল্লা আঃ রশিদ, আকসার আলী, আঃ মজিদ মোল্ল্যা, শেখ জাকারিয়া, সর্দার আনোয়ার হোসেন, মেহেদি হাসান বিল্লাল, মনিরুল ইসলাম আকুন্জি, শেখ শামিমুল ইসলাম, আনোয়ার হোসেন, ইদ্রিস আলী, আলতাফ হোসেন, হাফিজুর রহমান, বদর উদ্দিন বিশ্বাস, নাজমুল হক, কমরেড মফিদুল ইসলাম, গৌতম কুমার দাস,মোজাম্মেল হক, আব্দুস সত্তার মোল্যা, মোঃ বাবুল রেজা, মকবুল হোসেন, আবুল হাসান প্রমুখ।