আজ জাতীয় সমবায় দিবস

0
569

অনলাইন ডেস্ক : ‘সমবায়ভিত্তিক সমাজ গড়ি টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ প্রতিপাদ্য নিয়ে এ বছর সমবায় দিবস উদযাপিত হবে। (২৫ নভেম্বর ৪৭তম জাতীয় সমবায় দিবস) এ দিবস উপলক্ষে আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সমবায় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে ৪৭তম জাতীয় সমবায় দিবস উদযাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, আমাদের সরকার সব মানুষের মৌলিক চাহিদা পূরণে সমবায়ভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক গুরুত্বারোপ করেছে। বর্তমানে ১ লাখ ৭৪ হাজার ৭০০টি সমবায় সমিতির ১ কোটি ৯ লাখ সদস্য রয়েছে। এ সব সমবায় সমিতিতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয়-ঋণদান, দুগ্ধ, কুটিরশিল্প, গার্মেন্টস, আবাসন, ব্যাংক, বীমা, পণ্য বিপণন, আশ্রয়ণ এবং একটি বাড়ি একটি খামার প্রভৃতি ক্ষেত্রে সমবায়কে অবলম্বন করে এগিয়ে যাচ্ছে। ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর উন্নয়নে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় গ্রহণ করা হয়েছে সমবায়ভিত্তিক নানা উন্নয়ন প্রকল্প।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে সমবায় দিবস উপলক্ষে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি।