আগামী দু’দিন রিমঝিম বৃষ্টিপাতের সম্ভাবনা

0
352

খুলনা টাইমস ডেস্ক :
আজ বুধবার, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের কিছু এলাকায় সকাল থেকে আংশিক মেঘলার সাথে হালকা বৃষ্টিপাত হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটির প্রভাবে দেশের আটটি বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে চট্টগ্রামে ২৯.৫ ডিগ্রী এবং রাজশাহী ১৯.৯ ডিগ্রী সেলসিয়াস। দেশের সর্বোচ্চ আর্দ্রতা থাকবে চট্টগ্রামে ৮৯ শতাংশ। আজ ঢাকার সূর্যোদয় হয়েছে ভোর ৬.৩৩ টা এবং সূর্যলোক হবে ৫.১৩ মিনিটে। রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়া আগামী দুইদিন দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ পাওয়ার আশঙ্কা রয়েছে।