‘আগামী কয়েকদিনের মধ্যে ইরানে করোনা পরিস্থিতির বড় উন্নতি হবে’

0
234

খুলনাটাইমস ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে ইরানে করোনাপরিস্থিতির বড় রকমের উন্নতি হবে। তিনি বলেন, “আমাদের ডায়াগনোসিসের ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে এই উন্নতি আসবে। এরইমধ্যে আমরা করোনাভাইরাস নির্ণয়ের সক্ষমতা অর্জন করেছি। ইরানি স্বাস্থ্যমন্ত্রী বলেন, তার দেশে করোনা রোগীদের সুস্থ হওয়ার সংখ্যা আরো বাড়বে। পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনার সময় সাঈদ নামাকি এসমস্ত কথা বলেন। ভিডিও কনফারেন্সে যোগ দেয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা করোনাভাইরাস মোকাবেলায় ইরানের নেয়া পদক্ষেপের প্রশংসা করেছেন।
করোনা মোকাবেলায় যেসব পদক্ষেপ নিয়েছে ইরান সে অভিজ্ঞতা পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে বাস্তবায়নের আহ্বান জানান স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা। ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর দ্রুতগতিতে তা পরীক্ষার ব্যবস্থা করা হয় এবং এ পর্যন্ত দেশটির শতকরা ৯০ ভাগ মানুষের ওপর স্ক্রিনিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। সাঈদ নামাকি জানান, এ পর্যন্ত ছয় কোটি ৭০ লাখ মানুষকে স্ক্রিনিংয়ের আওতায় আনা হয়েছে।