আক্রান্তের সংখ্যায় সব দেশকে ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র

0
355

সারা বিশ্বের মধ্যে এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত। আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে দেশটি। যুক্তরাষ্ট্রে সাড়ে ৮৫ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চীনে করোনায় আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৭৮২ জন। এরপরই আছে ইতালি, সেখানে আক্রান্তের সংখ্যা সাড়ে ৮০ হাজারের বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। তবে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আট হাজার ২১৫ জন। আর যুক্তরাষ্ট্রে করোনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় এক হাজার ৩০০ জন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট