আইসিসির আচরণবিধি ভাঙায় শাস্তি পেলেন খালেদ

0
216
আইসিসির আচরণবিধি ভাঙায় শাস্তি পেলেন খালেদ

টাইমস স্পোর্টস: পোর্ট এলিজাবেথে ৩৩২ রানে হারের মধ্য দিয়ে শেষ হয়েছে টাইগারদের দক্ষিণ আফ্রিকা সফর। শেষ টেস্টে আইসিসির আচরণবিধি ভাঙায় শাস্তি পেলেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। খালেদ আইসিসির আচরণবিধির ২.৯ অনুচ্ছেদ ভঙ্গে দোষী সাব্যস্ত হয়েছেন। লেভেল ১ ভাঙায় তার ডিসিপ্লিনারি রেকর্ডের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে, ২৪ মাসে এটাই তার প্রথম। টেস্টের দ্বিতীয় দিনে প্রোটিয়াদের প্রথম ইনিংসের ৯৫তম ওভারে খালেদের বল ডিফেন্স করে রান না নেওয়ার চেষ্টা করে দাঁড়িয়েছিলেন কাইল ভেরেইনে। তখন খালেদ বল ছুঁড়ে মারেন। ডানহাতের গøাভসে লাগে ভেরেইনের। এতে রেগে যান ভেরেইনে। এরপর ইয়াসির আলী এসে তাকে শান্ত করার চেষ্ট করেন। এ বিষয়ে তখন মুমিনুল হকের সঙ্গেও কথা বলেন আম্পায়াররা। এরপর অনফিল্ড আম্পায়ার মারাইস এরাসমাস ও অ্যালাহুডিয়েন পালেকার, তৃতীয় আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক ও চতুর্থ আম্পায়ার বোনগানি জেলে অভিযোগ আনেন। আইসিসির দেওয়া এই শাস্তি মেনে নিয়েছেন খালেদ।