আইসিটি বিষয়ক ৭ তম প্রশিক্ষণ ব্যাচের সমাপনী অনুষ্ঠিত

0
309

খবর বিজ্ঞপ্তি:
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন “তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভোলপমেন্টাল ডিজঅর্ডারসহ সব ধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় ২০ দিনব্যাপি আইসিটি বিষয়ক ৭ তম প্রশিক্ষণ ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার অতিরিক্ত জেলা-প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান। প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা আমাদের সমাজেরই একটি অংশ। সুতরাং আপনাদের অংশগ্রহণ ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। কিন্তু সেটা করতে হলে সরকারের দেওয়া সুযোগকে কাজে লাগিয়ে আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে”। বক্তব্য শেষে ২০ দিনব্যাপি কোর্সটি সফলভাবে শেষ করায় তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে নিজ হাতে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের প্রোগ্রামার অফিসার মোঃ আবুজর রহমান, এবং সংশ্লিষ্ট প্রকল্পের প্রশিক্ষক (আইটি) সোহেল রানা ও (এনডিডি) কাম প্লেসমেন্ট অফিসার শিবলী আবেদীন সহ অন্যান্য প্রশিক্ষকগন ও সাংবাদিক বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভিন্ন স্থান থেকে ২০ দিনব্যাপি প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীগণ।