আইন করে ছাত্র রাজনীতি বন্ধ করা যাবে না: কৃষিমন্ত্রী

0
287

খুলনাটাইমস: ছাত্র রাজনীতি প্রসঙ্গে কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, ছাত্র রাজনীতি মানুষের মৌলিক অধিকার, মানুষের কথা বলার অধিকার। স্বাধীনভাবে কোনো কথা বললে, সেটা সে বলতেই পারে। আইন করে ছাত্র রাজনীতি বন্ধ করতে পারবেন না। গতকাল শনিবার সকালে গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন ড. আবদুর রাজ্জাক। সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে সব ধরনের সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। সাংবাদিকরা বিষয়টি সামনে এনে এ ব্যাপারে মন্ত্রীর মন্তব্য জানতে চান। এ সময় মন্ত্রী আরো বলেন, ছাত্র রাজনীতি মানুষের মৌলিক অধিকার। এটা মানুষের ফ্রিডম অব স্পিচ। এই যে ফ্রিডম অব স্পিচ, এটা মানুষের অধিকার। একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে যদি যে কোনো বিষয়ে স্বাধীনভাবে কোনো কথা বলে, সেটা সে বলতেই পারে। আপনি তো আইন করে ছাত্র রাজনীতি বন্ধ করতে পারবেন না। পৃথিবীর সব দেশেই ছাত্র রাজনীতি রয়েছে উল্লেখ করে কৃষিমন্ত্রী আরো বলেন, পৃথিবীর সব দেশে, পাশের দেশ ভারতেও বিজেপি-কংগ্রেসের ছাত্র সংগঠন রয়েছে। দিল্লি ইউনিভার্সিটিতে ছাত্র ইউনিয়ন আছে এবং দলীয় ভিত্তিতে সেখানে নির্বাচন হয়। কংগ্রেস-বিজেপিসহ আরো অনেক দল সেখানে তাদের প্রার্থী দাঁড়া করায়। কাজেই ছাত্র রাজনীতির বিপক্ষে আমরা না। এটা মানুষের মৌলিক অধিকার। কিন্তু ছাত্ররা যেন নৈতিক ও গণতান্ত্রিক চেতনার মধ্যে রাজনীতি করে। অনুষ্ঠানে বিভিন্ন গবেষণাগার পরিদর্শন করেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ, কৃষিবিদ আবদুল মান্নান, গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম প্রমুখ।