আইডিআরএ’র চেয়ারম্যানের ডেল্টা লাইফের প্রধান কার্যালয় পরিদর্শন

0
407
বীমা দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) -এর চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী, সদস্য জনাব গকুল চাঁদ দাস, বাংলাদেশ ইনসিওরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর সভাপতি শেখ কবির হোসেন, ডেল্্টা লাইফের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান, মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব আদিবা রহমান, এসিআইআই (ইউকে), ডেল্্টা লাইফের পরিচালনা পর্ষদের সদস্য যেয়াদ রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) -এর চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী ও সদস্য গকুল চাঁদ দাস ডেল্টা লাইফের প্রধান কার্যালয় পরিদর্শন করেন।
এ সময় কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমানের সভাপতিত্বে প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে বীমা দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনসিওরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর সভাপতি শেখ কবির হোসেন। উপস্থিত ছিলেন ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান, এসিআইআই (ইউকে)।
অনুষ্ঠানে বীমা গ্রাহকদের মাঝে আইডিআরএ-এর চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী ৩.৫ কোটি টাকার বীমা দাবীর চেক হস্তান্তর করেন। একই সময়ে যুগপতভাবে দেশব্যাপী ৪৭টি সার্ভিস সেন্টার ও জক থেকে প্রায় ৭ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান ডেল্টা লাইফ পরপর ২য় বারের মতো ক্রেডিট রেটিং-এ অর্জন করায় সন্তোষ প্রকাশ করেন।
মুখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান বক্তব্যে ডেল্টা লাইফ ২০১৭ সালে (জানুয়ারী-অক্টোবর) পর্যন্ত প্রায় ৪৪৯ কোটি টাকার দাবী পরিশোধ করেছে বলে জানান। এছাড়াও ডেল্টা লাইফ আন্তর্জাতিক মানসম্পন্ন সমন্বিত লাইফ ইনসিওরেন্স সফটওয়ার প্রবর্তন করায় বীমা গ্রাহকদের আরও দ্রুত ও উন্নত বীমা সেবা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
দাবী চেক হস্তান্তরের পর শফিকুর রহমান আমন্ত্রিত অতিথিবৃন্দসহ ডেল্টা লাইফের প্রধান কার্যালয়ে বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শন করেন। প্রেস বিজ্ঞপ্তি