অ্যাসাঞ্জ মৃত্যুঝুঁকিতে রয়েছেন: জাতিসংঘ বিশেষজ্ঞ

0
233

খুলনাটাইমস ডেস্ক: যুক্তরাজ্যের কারাগারে থাকা উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের একজন বিশেষজ্ঞ। নিলস মেলজার নামের ওই বিশেষজ্ঞ বলেছেন, কারাগারে যেভাবে অ্যাসাঞ্জের দিন কাটছে, তাতে তার মৃত্যুঝুঁকি সৃষ্টি হয়েছে। ক্ষমতাশালীদের অপকর্ম উন্মোচন ও দুনিয়াজুড়ে তথ্য অধিকারের প্রতীকে রূপান্তরিত হওয়া অ্যাসাঞ্জকে নিয়ে যুক্তরাজ্যকে মনোভাব বদলের পরামর্শ দিয়েছেন তিনি। ২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। গত ১১ এপ্রিল রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে তাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেয় ইকুয়েডর। ১১ এপ্রিল তাকে জামিনের শর্ত ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করে ব্রিটিশ আদালত। তখন থেকে বেলমার্শ নামক ‘যুক্তরাজ্যের গুয়ানতানামো বে’ খ্যাত কুখ্যাত কারাগারে রাখা হয়েছে তাকে। বর্তমানে গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ মামলার শুনানির অপেক্ষায় রয়েছেন তিনি।
অ্যাসাঞ্জকে গ্রেফতারের পর গত ৯ মে কারাগারে তার সঙ্গে দেখা করার সুযোগ পান নির্যাতনসহ বিভিন্ন ধারার নিষ্ঠুরতা প্রতিরোধ বিষয়ক বিশেষ জাতিসংঘ দূত নিলস মেলজার। ওই সময়ে তিনি জানান, মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন অ্যাসাঞ্জ। পরে আর তার সঙ্গে দেখা করার সুযোগ পাননি তিনি। তবে এফপিকে দেওয়া এক ইমেইল বিবৃতিতে তিনি জানিয়েছেন, বিশ্বাসযোগ্য সূত্র থেকে উইকিলিকস প্রতিষ্ঠাতার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পেয়েছেন তিনি।
বিবৃতিতে জাতিসংঘের বিশেষজ্ঞ নিলস মেলজার বলেন, প্রাপ্ত স্বাস্থ্যগত তথ্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মারাত্মক উদ্বেগ, চাপ ও অসহায়ত্ব ক্রমাগত বাড়ার কারণে অ্যাসাঞ্জের স্বাস্থ্য ভেঙে পড়েছে। সুনির্দিষ্ট অনুমান দাঁড় করানো না গেলেও এই ধরনের লক্ষণ খুব দ্রুত কার্ডিওভাসকুলার ব্রেকডাউন বা স্নায়ুতন্ত্র বিকলের মতো জীবনের হুমকি সৃষ্টিকারী পরিস্থিতির দিকে মোড় নিতে পারে। তিনি বলেন, যুক্তরাজ্য যদি দ্রুত তার অমানবিক পরিস্থিতির পরিবর্তন ও নিরসন না করে তাহলে অ্যাসাঞ্জের ওপর চলমান স্বেচ্ছাচার ও নিপীড়ন শিগগিরই তার জীবনহানির কারণ হতে পারে।
অ্যাসাঞ্জকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে নিলস ম্যাকেঞ্জ বলেন, শিগগির তাকে স্বাস্থ্য পুনর্গঠন এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে ফেরার সুযোগ দেওয়া উচিত।