অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি খুলনায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

0
488

নিজস্ব প্রতিবেদক:
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করায় খুলনায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার নগরীর শেখপাড়া বাগানবাড়ি, ডালমিল মোড় এবং শিববাড়ি মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকারের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ ওয়ালিদ বিন হাবিব জানান, বাগানবাড়ী এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, পাউরুটি, বিস্কুটসহ বিভিন্ন বেকারি আইটেম তৈরি করায় স¤্রাট ফুড প্রোডাক্টস এবং শিববাড়ী মোড়ের নিমন্ত্রণ হোটেলকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ডালমিল মোড় এলাকায় নোংরা পরিবেশে কেক, পাউরুটিসহ বেকারি আইটেম তৈরি করায় বাংলাদেশ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।