অল্পের জন্য রক্ষা পেলো দুই শতাধিক ট্রেনযাত্রী

0
421

এম জে ফরাজী, খুলনা:
খুলনায় চালকের দক্ষতার কারণে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন প্রায় দুই শতাধিক ট্রেন যাত্রী। ২ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় খুলনা জংশনে খুলনাগামী নকশীকাঁথা ২৬নং যাত্রীবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়ে ক্রসিং ইয়ার্ড এ ঢুকে পড়ে। এসময় ইঞ্জিনের পিছনের দুটি যাত্রীবাহী বগি লাইন থেকে ছিটকে পড়ে। বিকট শব্দ এলাকায় কম্পিত হলে আশপাশের লোকজন এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করে। ট্রেন চালকের দক্ষতার কারণেই বড় ধরনের দুর্ঘটনা থেকে যাত্রীরা রেহাই পায় বলে যাত্রীরা জানান।
অভিযোগ রয়েছে, ট্রেনটি ষ্টেশন মাষ্টার ও পয়েন্টম্যানের অবহেলার কারণে লাইনচ্যুত হয়ে ক্রসিং ইয়ার্ড এ ঢুকে পড়ে। ঘটনার সময় খুলনা যাওয়ার সিগন্যাল বাতিটি জ্বলে ছিল বলে আবুল নামের একজন প্রত্যক্ষদর্শী ও যাত্রী ফজলু জানান।
এ ব্যাপারে কর্তব্যরত ষ্টেশন মাষ্টার এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা ক্লিয়ার দিয়ে রেখেছিলাম কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে লক ব্যাবস্থায় ঠিকমত কাজ করেনি। ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।