অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহবায়কের সহযোগী গুলিবিদ্ধ

0
235

নিজস্ব প্রতিবেদক:
অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীরের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুনের সহযোগী অভ্যন্তরীণ দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন অফিসের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আকাশ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুনের অন্যতম সহযোগী উপজেলার বুইকারা গ্রামের আব্দুল্লাহ এর ছেলে আকাশ গতকাল বিকেলে উপজেলা চেয়ারম্যানের বাড়ি (নওয়াপাড়া পীরবাড়ি) সংলগ্ন অফিসে দলীয় নেতাকর্মীদের সাথে বসে ছিলো। এ সময় অভ্যন্তরীণ দ্বন্দ্বে তর্ক বিতর্কের এক পর্যায়ে কে/কারা তাকে গুলি করে। গুলিটি আকাশের গলায় বিদ্ধ হয়। তাৎক্ষণিকভাবে অফিসে থাকা অন্যান্যরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিটি গলায় লেগে বিদ্ধ হয়ে বেরিয়ে গেছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। এদিকে স্থানীয় নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে, মাদক বিক্রির টাকার ভাগবাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে আকাশ গুলিবিদ্ধ হয়েছে। তবে ঘটনার সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন অফিসে ছিলেন কিনা জানা যায়নি।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ বলেন, আব্দুলা আল মামুন আকাশ নামে ছাত্রলীগের এক কর্মী গুলি বিদ্ধ হয়েছে। তার গলায় আগ্নেয় অস্ত্রের গুলি লেগেছে। সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আকাশ কথা বলতে পারছে। আশা করা যাচ্ছে সে ঝুকি মুক্ত। তিনি আরো জানান, দুষ্কৃতকারীরা অবৈধ অস্ত্র দিয়ে আকাশ কে গুলি করেছে। আকাশ উপজেলার বুইকারা গ্রামে বসবাস করে। এ ব্যপারে উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর(০১৭১১৩৩১৩০৩) এর সাথে অনেক যোগাযোগ করা সম্ভাব হয়নি।