অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন কুসুম শিকদার

0
240

খুলনাটাইমস বিনোদন: আবার অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কুসুম শিকদার। গত দুই বছর স্বেচ্ছায় অভিনয়ের বাইরে থাকলেও অনেক নাটক ও সিনেমার প্রস্তাব পেয়েছেন তিনি। ব্যক্তিগত কারণে সেগুলোতে কাজ না করলেও এবার সিনেমা দিয়েই ফিরছেন এ অভিনেত্রী। এ নিয়ে কুসুম বলেন, ‘আমি অভিনয় থেকে একেবারে বিদায় নেইনি। ব্যক্তিগত কিছু বিষয়ের জন্য গত দুই বছর কাজ থেকে দূরে আছি। সেই ব্যস্ততা এখন কিছুটা কমেছে। তাই আবার অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছি। দুই বছর অভিনয় না করলেও এই অঙ্গনের সহকর্মী ও নির্মাতাদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। কাজ থেকে বিরতি নেওয়ার পর আরও বেশি করে অভিনয়ের প্রস্তাব পাচ্ছি।’ করোনার কারণে প্রায় চার মাস সব ধরনের শুটিংয়ের কাজ বন্ধ ছিল। তার মাঝেই কিছু নাটকের প্রস্তাব পেয়েছেন কুসুম। সেই সাথে মূলধারার একাধিক ছবির প্রস্তাবও পেয়েছেন। তবে তার আগ্রহ চলচ্চিত্র নিয়ে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই শুটিংয়ের পরিকল্পনা রয়েছে তার। তিনি বলেন, ‘নাটকে এখন তেমন আগ্রহ নেই আমার। সিনেমার কাজ নিয়ে ভাবছি। দুই বছর কোনো নাটক বা সিনেমায় কাজ না করলেও ফেসবুকের মাধ্যমে ভক্ত-সমর্থকদের উৎসাহ নিয়মিতই পাচ্ছি। এ ছাড়া আমার পরিবার থেকেও অভিনয়ে ফেরার বিষয়ে কোনো বিধিনিষেধ নেই। তাই খুব শিগগিরই হয়তো বড় পর্দায় হাজির হব।’ দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকার বিষয়ে কুসুম বলেন, ‘অনেক পথ পাড়ি দিয়ে আমাকে এই অবস্থানে আসতে হয়েছে। এ অবস্থান থেকেই আমি যেমন তেমন কাজ করতে চাই না। সত্যি বলতে, এই সময়ে পরিচালক পছন্দ হলে, গল্প পছন্দ হয় না। আবার গল্প পছন্দ হলে পরিচালক-বাজেট পছন্দ হয় না। এসব কারণেই অভিনয়ে আমি নেই। তবে এখন আমি অভিনয়ে ফিরতে চাই। এবং ভালো কাজের মাধ্যমেই ফিরতে চাই।’ নাটক দিয়ে তার ক্যারিয়ার শুরু হলেও নাটকে অনাগ্রহ কেন? এ নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এখন যে ভালো নাটক নির্মাণ হচ্ছে না এটা বলব না। তবে খুব বেশি ভালো নাটক যে নির্মাণ হচ্ছে সেটিও বলা যাবে না। এখন প্রায় নাটকের গল্পই কাছাকাছি ও গতানুগতিক। নিজেকে উপস্থাপন করার মতো চরিত্র পাচ্ছি না। তাই নাটকে কাজ করা হচ্ছে না।’ কুসুম ছোটপর্দায় সর্বশেষ অভিনয় করেন হানিফ সংকেত পরিচালিত ‘শেষ-অশেষ’ নাটকে, এটি প্রচার হয়েছিল ২০১৮ সালের ঈদে। বড়পর্দায় সর্বশেষ অভিনয় করেন ২০১৬ সালে মুক্তি পাওয়া গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ সিনেমায়। মাঝে নিজের গাওয়া ‘নেশা’ নামের একটি মিউজিক ভিডিও প্রকাশ করে আলোড়ন তোলেন কুসুম। এটাকে অশালীনতার দায়ে ওইসময় প্রশ্নবিদ্ধ করেছিলেন অনেকেই। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। তবে পত্রিকার পাতায় এসেছেন খবরের শিরোনাম হয়ে। করোনার মাঝে অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে কুসুম শিকদারকে। রূপসজ্জাকারীদের সাহায্যে এগিয়ে আসেন তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী কুসুম শিকদার বলেন, ‘করোনার এই পরিস্থিতিতে দেশের অনেক মানুষ খুবই সমস্যায় আছেন। অনেকেই খেতে পারছেন না। তখন সিদ্ধান্ত নিয়েছিলাম একদমই যারা হতদরিদ্র, গরিব, কোনো উপার্জন নেই, তাদের সাহায্য করব। একটি জাতীয় দৈনিকে মেকাপম্যানদের মানবেতর জীবন নিয়ে প্রতিবেদন প্রকাশ পায়। তখন আমি ভাবলাম আমার ইন্ডাস্ট্রিতেই আগে হেল্প করি। তারপর আমি মেকআপম্যানদের সঙ্গে যোগাযোগ করি।’ করোনায় ঘরবন্দিতে বৃথা সময় কাটাননি কুসুম। এ সময়ে লেখালেখি করেছেন তিনি। লেখালেখির অভ্যাসটা তার আগে থেকেই। ২০১৫ সালের বইমেলায় প্রকাশ হয়েছিল তার ‘নীল কাঠের কবি’ নামে একটি কবিতার বই। সেটির জন্য নতুন কবি হিসেবে পুরস্কারও পেয়েছিলেন। চলমান করোনা মহামারির মধ্যেও ‘শরতের জবা’ এবং ‘ছায়াকাল’ নামে দুটি গল্প লিখেছেন কুসুম। ওই দুটির সঙ্গে আরেকটি গল্প জুড়ে আগামী বছরের বইমেলায় একটি গল্পের বই প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। ২০০২ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কুসুম শিকদার। এরপর কিছু নাটকে অভিনয় করেন। কুসুমের চলচ্চিত্রে অভিষেক হয় ২০১০ সালে ‘গহিনে শব্দ’ সিনেমার মাধ্যমে। ২০১২ সালে করেন দ্বিতীয় সিনেমা ‘লালটিপ’। ২০১৫ সালে ‘শঙ্খচিল’ সিনেমাটির জন্য তিনি কেরিয়ারের একমাত্র ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ লাভ করেন।