অবিলম্বে বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে : সাংসদ মিজান

0
429

বিজ্ঞপ্তি: খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি বলেছেন, অবিলম্বে বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে সকল খুনীদের বিচার হতে হবে। তিনি আরো বলেন, যারা দেশকে অশান্ত করতে সারাক্ষণ ষড়যন্ত্রে মেতে থাকে তাদের এদেশের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্ছিত করতে হবে। এদেশের নিরীহ মানুষ শান্তিতে বাস করতে চায়। আর এই সকল শান্তি প্রিয় মানুষের সুখ শান্তিতে যারা বাধা হয়ে দাড়াবে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিয়ে সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে। তাঁর এই অব্যহত প্রচেষ্টাকে স্থায়ী রুপ দিতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করে জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থ বারের মত ক্ষমতায় আনতে হবে।
মঙ্গলবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি ও জাতীয় কমিটির সদস্য এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা এ্যাড. মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ আবিদ হোসেন, হাফেজ মো. শামীম, হাজী মো. নুরুজ্জামান, অধ্যা. হোসনে আরা রুনু, শেখ মোশাররফ হোসেন, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, এস এম আসাদুজ্জামান রাসেল, কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন, মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শেখ হায়দার আলী, সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলর আজমল আহমেদ তপন, মল্লিক আবিদ হোসেন কবির, এ্যাড. রজব আলী সরদার, এমডিএ বাবুল রানা, নুর ইসলাম বন্দ, শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, এ্যাড. আইয়ুব আলী শেখ, শ্যামল সিংহ রায়, শেখ ফজলুল হক, ফেরদৌস আলম চান ফরাজী, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, এ্যাড. অলোকা নন্দা দাস, অধ্যা. আলমগীর কবীর, কামরুল ইসলাম বাবলু, মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, শামছ্জ্জুামান মিয়া স্বপন, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, অধ্যা. রুনু ইকবাল, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকু, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর মফিজুর রহমান লিটন, কাউন্সিলর আমেনা হালিম বেবী, কাউন্সিলর সাঈদা বেগম, নূরীনা রহমান বিউটি, চৌধুরী মিনহাজ্ব উজ জামান সজল, ফেরদৌস হোসেন লাবু, জিয়াউল আলম খান খোকন, শেখ মো. রুহুল আমিন, সরদার আব্দুল হালিম, মঈনুল ইসলাম নাসির, আতাউর রহমান শিকদার রাজু, শেখ মো. ফারুক হোসেন, সাহেবুর রহমান পিটু মোল্লা, গাজী মোশাররফ হোসেন, মো. শিহাব উদ্দিন, আব্দুল হাই পলাশ, আলহাজ্ব শেখ এশারুল হক, এ্যাড. শামীম মোশাররফ, নাজমুল আহমেদ স্বপন, মহাসিনুর রহমান আফরোজ, গোপাল চন্দ্র সাহা, চ. ম মজিবুর রহমান, মীর মো. লিটন, মো. জাহিদুল হক, মো. মোতালেব মিয়া, শেখ আবিদ উল্লাহ, খন্দকার বাহাউদ্দিন, মো. নুর ইসলাম, ইউসুফ আলী খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় ১লা আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কবর জিয়ারতের মধ্যদিয়ে জাতীয় শোক দিবসে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এ কর্মসূচিতে মহানগরের সাথে সমন্বয় রেখে থানা, ওয়ার্ড এবং সকল সহযোগী সংগঠন কর্মসূচি গ্রহণ করবে। সংগঠনকে শক্তিশালী করতে কর্মসূচিতে থাকবে ওয়ার্ডে ওয়ার্ডে, থানা ও সহযোগী সংগঠনে শোক সভা, চিত্রাংক ও বক্তৃতা প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুর জীবনীর উপরে আলোচনা সভা।