অবসাদের কারণে শুক্রবার সিওলে খেলেননি রোনাল্ডো

0
378

খুলনাটাইমস স্পোর্টস: শুক্রবার কে-লিগের অল স্টার্স দলের বিপক্ষে সিউলে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটিতে খেলেননি জুভেন্টাসের ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচটিতে পতুর্গীজ তারকা না খেলার কারণ জানাতে গিয়ে ম্যানেজার মরিজিও সারি বলেছেন রোনাল্ডো প্রচন্ড পরিশ্রান্ত ছিলেন এবং নিজে থেকেই বিশ্রাম চেয়েছিলেন। যে কারণে দলে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কে যাচাই করার সুযোগও হয়েছিল। ক্লাব চেয়ারম্যান আন্দ্রে আগনেলি ও রোনাল্ডোর সাথে আলোচনা করেই তাকে বাদ দেবার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখানে সারি এককভাবে কোন সিদ্ধান্ত নেননি। সারি বলেছেন, ‘রোনাল্ডোর খেলার কথা ছিল। কিন্তু তিনি শতভাগ ফিট ছিলেন না। ম্যাচের আগে আন্দ্রে ও রোনাল্ডোর সাথে আলোচনা করেই আমরা তাকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছি।’ ম্যাচে রোনাল্ডোর অনুপস্থিতি প্রায় ৬০ হাজার দর্শককে দারুন হতাশ করেছিল যা তারা পুরো ম্যাচেই প্রকাশ করেছে। পুরো ম্যাচে যদিও রোনাল্ডো বেঞ্চে বসে কাটিয়েছেন। শুক্রবারের ম্যাচের আগে টটেনহ্যাম ও ইন্টার মিলানের বিপক্ষে প্রীতি ম্যাচে রোনাল্ডো একটি করে গোল করেছেন। চায়নার নানজিং থেকে দক্ষিণ কোরিয়ার ফ্লাইটটি কিছুটা দেরীতে ছাড়ায় দুপুরে জুভেন্টাস সেখানে পৌঁছায়। পৌঁছানোর পাঁচ ঘন্টা পরেই জুভেন্টাসকে মাঠে নামতে হয়েছে। যদিও ম্যাচটি নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে শুরু হয়। স্প্যানিশ মিডফিল্ডার ওসমার বারবা অল স্টার্সকে দ্রুতই এগিয়ে দিয়েছিলেন। সিমোনে মুরাটোরের গোলে ইটালিয়ান চ্যাম্পিয়নরা সমতায় ফিরে। ৪৪ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড চেসিনহা কে লিগ দলকে আবারো এগিয়ে দেন। ৪৯ মিনিটে অস্ট্রেলিয়ান এ্যাডাম টাগারাটের গোলে ব্যবধান বাড়ায় অল স্টার্সরা। ৭১ মিনিটে মিডফিল্ডার ব্লেইস মাতৌদি ও দুই মিনিট পর ম্যাথিয়াস পেরেইরার গোলে সমতায় ফিরে তুরিনের জায়ান্টরা। আগামী ১০ আগস্ট এ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে জুভেন্টাস।