অবশেষে হাসিমুখে ফিরলেন মোস্তাফিজ

0
416

খেলা ডেস্ক, খুলনা টাইমস:

অবশেষে উইকেট পেলেন মুস্তাফিজুর রহমান। মুশফিকের তালুবন্দি হয়ে ধনাঞ্জয় ডি সিলভা সাজঘরে ফিরেন। এরপর চা বিরতিতে যায় দুই দল।
এর আগে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২০৬ রান।
মেহেদির বদলে মোস্তাফিজের হাতে বল
স্পিনার মেহেদি হাসান মিরাজের বদলে বল হাতে তুলে দেয়া হলো কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের হাতে। মেহেদির বেশি রান দেয়ায় নামানো হয়নি তাকে। ১৩ ওভারে ৫৪ রান দিয়েছেন তিনি।
অপরদিকে মোস্তাফিজের বোলের লাইন-লেন্থ শৃঙ্খল হওয়ায় নামানো হয়েছে তাকে। ৬ ওভারে তিনি দিয়েছেন মাত্র ৪ রান। মেডেন তিনটি।