অপ্রয়োজনীয় মেইল থেকে বাঁচতে যা করতে হবে

0
204

টাইমস আইটি:
আপনার মেইলে প্রতিনিয়ত প্রচারণামূলক অনেক মেইল আসে। অপ্রয়োজনীয় এসব মেইলের ভিড়ে গুরত্বপূর্ণ মেইল খুঁজে প্রায়ই সময় নষ্ট হয়। এ ঝামেলা থেকে মুক্তি দিতে জিমেইলে সব সময় স্প্যামিং করা হয় যেসব মেইল আইডি থেকে সেগুলো ব্লক করে রাখা যাবে। সহজে কিভাবে কাজটি করতে হবে তা পাঠকদের উদ্দেশ্যে টিউটোরিয়ালের মাধ্যমে তুলে ধরা হলোÑ জিমেইল আইডিতে লগইনের পর ডান পাশে উপরে থাকা সেটিংস আইকনে ক্লিক করে সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। এরপর নতুন একটি পেজ চালু হবে। সেখান থেকে ভরষঃবৎং ধহফ নষড়পশবফ ধফফৎবংংবং’-এ আবারও ক্লিক করতে হবে। এরপর ‘পৎবধঃব ধ হবি ভরষঃবৎ’ অপশনে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে নতুন একটি পপআপ পেজ চালু হবে। সেখানে ‘ভৎড়স’ অপশনে যে মেইল আইডিটি ব্লক করতে চান তা দিতে হবে। এরপর ‘পৎবধঃব ভরষঃবৎ রিঃয যরং ংবধৎপয’ অপশনে ক্লিক করতে হবে। এরপর আবার নতুন আরেকটি পপআপ পেজ চালু হবে। সেখানে ‘ফবষবঃব রঃ’ অপশনটি নির্বাচন করে ‘পৎবধঃব ভরষঃবৎ’-এ ক্লিক করতে হবে। তাহলেই নির্বাচিত মেইল আইডি থেকে মেইল আসলে তা স্বয়ংক্রিয়ভাবে ডিলেট হযে যাবে।