বিজ্ঞপ্তি:প্রায় ৮০কোটি টাকা মূল্যের (৭.১মিলিয়ন পাউন্ড) তিন মহাদেশীয় যৌথ গবেষণা প্রকল্পের সাথে যুক্ত হলো খুলনা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার এ প্রকল্পের চুক্তিস্বাক্ষরের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের যুক্ত হওয়ার সুযোগ ঘটে। চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। পরে এ স্বাক্ষরিত কোলাবারেশন এগ্রিমেন্টটি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের হাতে হস্তান্তর করেন প্রকল্পের কান্ট্রি টিম লিডার ড. শিল্পী রায়। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় এ যৌথ গবেষণা প্রকল্পে যুক্ত হওয়ার প্রচেষ্টার জন্য তাঁর পক্ষ থেকে ইউআরপি ডিসিপ্লিনের শিক্ষক ও প্রকল্পের কান্ট্রি লিডার শিল্পী রায়কে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বলেন এটি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বৃদ্ধি করবে এবং প্রকল্পের অন্তর্ভুক্ত বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণা সংশ্লিষ্ট অভিজ্ঞতা ও সম্পর্ক বাড়বে। এ সময় ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ইউআরপি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ মোঃ মুরছালীন মামুন, প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, প্রফেসর ড. শামীম মাহাবুবুল হক, সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান ও সহকারী অধ্যাপক মাহমুদ উজ জামান উপস্থিত ছিলেন। রিসার্চ কাউন্সিল ইউকে (আরসিইউকে) এর গ্লোবাল চ্যালেঞ্জ রিসার্চ ফান্ড এর অর্থায়নে সাসটেইনেবল হেলথদি এন্ড লার্নিং সিটিস এন্ড নেইবারহুডস (এসএইচএলসি) নামক এ আন্তঃমহাদেশীয় প্রকল্পটি দীর্ঘ ১৪ মাসের তিনটি পর্যায়ের নিরীক্ষণ পেরিয়ে আরসিইউকে এর জিসিআরএফ অনুদানের জন্য নির্বাচিত হয়। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্লাসগো ( টহরাবৎংরঃু ড়ভ এষধংমড়)ি প্রকল্পটির প্রধান বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। এই গবেষণাভিত্তিক প্রকল্পে খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনসহ এশিয়া ও আফ্রিকা মহাদেশের ৮টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান প্রকল্প সহযোগী হিসেবে কাজ করবে। ৫১ মাসব্যাপী চলা এই প্রকল্পের মাধ্যমে ৮টি দেশের ৮টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের সুদূরপ্রসারী সম্পর্ক তৈরি হবে। এই প্রকল্পের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় আন্তঃদেশীয় তুলনামূলক গবেষণায় সক্রিয়ভাবে অংশ নেবে এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের সাথে দ্রুত নগরায়নের প্রক্রিয়া সম্পর্কে একটি নতুন ধারা দিতে পারবে যা আমাদের শহর এবং মহল্লা এর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করেন কান্ট্রি টিম লিডার । খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও অন্যান্য অংশীদার দেশগুলোতে নতুন ধারণা, নীতিমালা, নগর পরিকল্পনা ও নেইবাহুডস ( ঘবরমযনড়ঁৎযড়ড়ফং ) উন্নয়নের চর্চা গড়ে তোলার ভূমিকা পালন করতে পারবে। বাংলাদেশের ঢাকা ও খুলনা এই দুটি শহরকে এই প্রকল্পের স্টাডি শহর হিসেবে নে ওয়া হয়েছে।
(Summary of the project): Sustainable, Healthy and Learning Cities and Neighbourhoods (SHLC) is an international collaborative research funded by the Research Council UK’s Global Challenges Research Fund (GCRF). The University of Glasgow, UK, is the hosting institute of SHLC and Khulna University is one of its eight partner institutes in Africa and Asia. This 51 months long project have started recently. Dr. Shilpi Roy, Assistant professor, Urban and Rural Planning Discipline is leading the Bangladesh team. Urbanisation and migration have brought significant economic growth in many developing countries. At the same time we have seen aggravated inequalities between residents and communities within cities, poverty, crime, environmental risks, poor health and lack of proper access to education in Africa and Asia. SHLC will help to understand these urban challenges and generate research-based policy solutions. The project aims to grow research capacity in African and Asian cities, as well as to increase our understanding of urbanisation, and of health and education challenges.)