৭৫ পরবর্তী আ’লীগকে সু-সংগঠিত করতে নেপথ্যে কাজ করতেন বেগম নাসের

0
349

নিজস্ব প্রতিবেদক:
বেগম রিজিয়া নাসের। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। নেপথ্যে থেকে এই মহিয়সী নারী মুক্তিযোদ্ধাদের সহায়তা করতেন। কখনও অর্থ দিয়ে, কখনও খাদ্য সামগ্রী, কখনও বস্ত্র।
৭৫’র পরবর্তী খুলনায় আওয়ামী লীগ নেতাকর্মীদেরকেও অনুরূপ সহায়তা করেছেন তিনি। সেসময়ে তার বাড়িতে আসা যাওয়া করতেন আ’লীগ নেতা মানি মিয়া, শেখ শহীদ, তালুকদার আব্দুল খালেক, প্রয়াত মোস্তফা রশিদী সুজাসহ অনেকেই। দলকে সুসংগঠিত করতে উল্লেখ্য নেতাদেরও তিনি সার্বিক সহযোগিতা করতেন বলে সূত্র জানান। সেই থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার এই সহায়তা কার্যক্রম অব্যাহত ছিল।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মীনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বাবু’র মাতা এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এর দাদী বেগম রিজিয়া নাসের।