প্রেস বিজ্ঞপ্তি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “ মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অন্তর্ভুক্তির মাধ্যমে “ বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে আগামী ২৫ নভেম্বর বর্ণিল আনন্দ শোভাযাত্রার মাধ্যমে খুলনা জেলায় উদযাপন করা হবে। এজন্য বিস্তর কমসূচী গ্রহন করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ১০টায় শিববাড়ী মোড়ে (অস্থায়ীভাবে স্থাপিত) জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। এরপর আনন্দ শোভাযাত্রা খুলনা শিববাড়ি মোড় হতে শুরু হয়ে খুলনা শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হবে। এজন্য জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সর্বস্তরের জনগণ ও শিশু/কিশোরদের অংশগ্রহণে স্ব-স্ব দপ্তর/প্রতিষ্ঠানের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড, ডিসপ্লেসহ শোভাযাত্রায় ব্যাপক শোভাবর্ধনের মাধ্যমে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
বেলা ১১টায়্সাংস্কৃতিক অনুষ্ঠান নগরীর হাদিস পার্কে, পরে রচনা, কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।
সন্ধ্যা ৬টাশ চলচ্চিত্র প্রদর্শন (ওরা ১১) জন করা হবে।