রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা তে অনুষ্ঠিত হয়েছেদুই দিন ব্যাপী “৫ম এশিয়া এলপিজি সামিট-২০১৮ (১৬-১৭ ফেব্রুয়ারী)।মেলাতে দেশের অন্যতম এনার্জি ও পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি “এনার্জিপ্যাক” এর এলপিজি ব্র্যান্ড জি-গ্যাস অংশগ্রহণ করেছে ( স্টল নং ১-৩, হলঃ ৪)। মেলায় অংশগ্রহণকারী জি-গ্যাস এর মুখপাত্র বলেন “জি-গ্যাস ইতোমধ্যেখুলনারদাকোপ এ 3000 মেট্রিক টনধারণক্ষমতা সম্পন্ন স্টেট-অফ-দ্য-আর্ট প্রাথমিক স্টোরেজ স্থাপন করেছে এবং আরও ২০০০ মেট্রিকটনস্টোরেজনির্মাণবাস্তবায়নাধীন আছে। আছে সম্পূর্ণ স্বয়ংক্রিয়এলপিজি বোতলজাতকরণ সুবিধা ও এলপিজি বোতল ম্যানুফেকচারিং প্ল্যান্টযা প্রাথমিকভাবেলক্ষাধিক সিলিন্ডার সরবরাহ করতে সক্ষম। এছাড়াও পরিবেশবান্ধব জ্বালানী হিসেবে জি-গ্যাস অচিরেই শুরু করতে যাচ্ছে জি- গ্যাস অটোগ্যাস, দেশব্যাপী রি-ফুয়েলিংস্টেশন স্থাপন এর মাধ্যমে। সারাদেশে বারটিডিস্ট্রিবিউশন সেন্টার এর মাধ্যমে জি-গ্যাস গড়ে তুলেছে বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, যাসরবরাহ নিশ্চিত করছেপ্রতিটি গ্রাহকের দোরগোড়ায় । জি-গ্যাস এর সুদক্ষ কর্মীবাহিনী গ্রাহকদেরসর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্যসদা প্রস্তুত। সরকারের জ্বালানী নিরাপত্তা নিশ্চিতকল্পে মহাপরিকল্পনার সহায়ক হিসাবে জি-গ্যাসসমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ।
সংবাদ বিজ্ঞপ্তি