নিজস্ব প্রতিবেদক, খুলনাটাইমস:
মাত্র চার মাস বয়স সজলের। তার পিতা হত-দরিদ্র শেখ ফজর একজন ইজিবাইক চালক। বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ ঘোনাপাড়ায়। সে এ বয়সেই হৃদরোগের মতো জটিল ব্যাধি নিয়ে ঢাকাস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট-এ ভর্তি রয়েছে।
এর আগে খুলনা শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতাল এবং ফরটিস স্কর্টস হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকরা তাকে ঢাকাস্থ এ ইনস্টিটিউট-এ চিকিৎসার পরামর্শ প্রদান করেন। কিন্তু বর্তমানে তার এ ব্যয় বহুল চিকিৎসার খরচ যোগানো তার গরীব পিতার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
এ অবস্থার তার পিতা দেশ ও সমাজের বিত্তশালী লোকদের সাহায্য কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা মাহামুদা খাতুন শিউলী, হিসাব নং ০১০০০৪৮৭৭১৫৮৫, জনতা ব্যাংক, নুরনগর শাখা। বিকাশ নং-০১৭৯৫-৯৪৮২৪৮।