২৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে সেমিতে ইংল্যান্ড

0
403

স্পোর্টস ডেস্ক
সুদীর্ঘ ২৮ বছরের অপেক্ষা আর আক্ষেপ ঘুচিয়ে রাশিয়া বিশ্বকাপ আশিবার্দ হয়ে এলো ইংল্যান্ডের জন্য। কোয়ার্টার ফাইনালে সুইডেনকে ২-০ গোলে হারিয়ে ১৯৯০ বিশ্বকাপের পর শেষ চারে পা রাখলো হ্যারি কেইনের নেতৃত্বাধীন ইংল্যান্ড।

শনিবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ৮টায় সেন্ট পিটার্সবার্গে শুরু হওয়া ম্যাচের ৩০ মিনিটে কর্নার থেকে দারুণ এক হেডে দলকে এগিয়ে দেন ইংলিশ ডিফেন্ডার হ্যারি মাগুইরি। ৫৮ মিনিটে লিড দ্বিগুণ করেন ডেনি আলী।

রাশিয়া বিশ্বকাপে সেমিফাইনালে উঠার লড়াইয়ে হাইভোল্টেজ ম্যাচে সুইডেনের বিপক্ষে দারুণ সব আক্রমণ আর প্রতি আক্রমণে শুরু থেকেই জমে উঠছিল ম্যাচ। একের পর ইংলিশদের আক্রমণের সামনে প্রতিরোধের দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন সুইডিশ ডিফেন্ডাররা। পাল্টা আক্রমণে উঠে একাধিকবার ভালো সুযোগও তৈরি করেছিল সুইডেন। তবে কাজের কাজটি হয়নি।

উল্টো প্রথমার্ধের ৩০ মিনিটে সুইডেনের রক্ষণ ভেঙে কর্নার থেকে নেয়া শটের বলতি দারুণভাবে মাথায় নিয়ে জালে জড়ান মাগুইরি।

১-০ ব্যবধানে লিড নিয়ে প্রথম ৪৫ মিনিট শেষ করে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া সুইডেন যখন একের পর এক আক্রমণ চালাতে থাকে তখন অনেকটা কাউন্টার অ্যাটাকে ৫৮ মিনিটে ডেনি আলীর গোলে ব্যবধান দ্বিগুণ করে ১৯৬৬ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

দ্বিতীয় রাউন্ডে ডেনমার্কের বিপক্ষে এমিল ফোর্সবার্গের একমাত্র গোলে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে ১৯৫৮ বিশ্বকাপের রানার্স আপ সুইডেন। অন্যদিকে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে জিতে শেষ আটে উঠে আসে ১৯৬৬ এর বিশ্ব চ্যাম্পিয়নরা। আজ ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ হলো সুইডিশদের।

এদিকে রাত ১২টায় কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক রাশিয়া ও ক্রোয়েশিয়া। সেই ম্যাচের বিজয়ী দলের সঙ্গে সেমিফাইনালে লড়বে সাউথগেটের ইংল্যান্ড।

অন্যদিকে গতকাল শুক্রবার উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে ফ্রান্স ও ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম।