২৩নং ওয়ার্ডের সিমেট্রি রোডে সুপেয় পানির সাবমার্সিবল নলকূপ উদ্বোধন

0
93

খবর  বিজ্ঞপ্তি : ৮ জুলাই, শুক্রবার বিকেল নগরীর সিমেট্রি রোডে সুপেয় পানির সাবমার্সিবল নলকূপের উদ্বোধন করেন ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ফয়েজুল ইসলাম টিটো। এ সময় উপস্থিত ছিলেন ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর আহাদ আলী মোল্লা, মোস্তাফিজুর রহমান মণ্টু, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, ইকবাল কবির লিটন, রাজীব সাহা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শেখ গোলাম মোর্শেদ, সাগর সাহা, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সমশের আলী, আশিষ সাহা, বাবু শীল, মো: হাফিজ, মানিক শীল, শ্যামল দত্ত, অসীম শীল, গোপাল দত্ত, মহাদেব সাহা শিবু, ২৩নং ওয়ার্ডের সিমেট্রি রোডের সম্মানিত বাসিন্দা মোল্লা মোস্তাফিজুর রহমান মিলন, মোল্লা হাফিজুর রহমান রাজু, আনিসুর জামান আনিস, মোল্লা সাকিবুর রহমান, তাসান আহমেদ সাকিল, মোল্লা নাজরান, শেখ মোহাম্মদ আলী, হীরা খান, রিজভী আহম্মেদ সাজিম, নীলকান্ত ঘোষ, সুশান্ত দাস, ডাঃ প্রদীপ কর্মকার, সোনা মিয়া, মো: আকি, গৌতম কুমার শীল, পরিতোষ কীর্তনীয়া, মঈন খান, লক্ষণ দাস, জামাল শেখ, শেখ ফারুক আহমেদ, রবীন দাস, সোহল, মহানগর ছাত্রলীগ নেতা প্রণব চক্রবর্ত্তী, এম এ হাসান সবুজ, হাফিজুর রহমান, ওয়ার্ড যুবলীগ নেতা শফিকুর রহমান সুমন, ছাত্রলীগ সভাপতি বাপ্পী রায়, সাধারণ সম্পাদক মাঃ শান্ত ইসলামসহ এলাকার অসংখ্য নারী-পুরুষ।