বিজ্ঞপ্তি: সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় কাউন্সিলর প্রার্থী মনোনয়নের জন্য নির্বাহী কমিটির সভা করেছে ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যা ৭টায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ওয়ার্ড আওয়ামী লীগ আহবায়ক মাহাবুবুল আলম বাবলু মোল্লার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি। এ সময়ে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা নুর ইসলাম বন্দ, হালিমা ইসলাম, মো. মফিদুল ইসলাম টুটুল এ্যাড. মো. সাইফুল ইসলাম, ফকির মো. সাইফুল ইসলাম, মো. মোশাররফ হোসেন, আবুল কালাম আজাদ বিকু কাজী, আব্দুস সাত্তার খলিফা, মো. শহিদুল ইসলামসহ দলের বিভিন্ন পযায়ের নেতাকমী উপস্থিত ছিলেন।