২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে

0
354

বিজ্ঞপ্তি : বঙ্গবন্ধু সৈনিকলীগের নেতৃবন্দ বলেছেন, দেশ থেকে মুক্তিযুদ্ধের মূল্যবোধ নিচিহ্নি করতে একটি গোষ্টি বারবারই ষড়যন্ত্র করে আসছে। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার যে নীল নকশা হয়েছিলো সেটা তারই নমুনা ছিলো। বক্তরা বলেন, ইতোমধ্যে ২১আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত পুত্র তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা চিহ্নিত হয়েছে। সুতরাং অবিলম্বে তাদেরকে দেশের প্রচালিত আইনে সর্বচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বঙ্গবন্ধু সৈনিকলীগ সারা দেশে দুর্বার আনন্দোলন গড়ে তুলবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার খুলনা প্রেসক্লাব সম্মূখে জেলা ও মহানগর সৈনিকলীগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসকল কথা বলেন। সংগঠনের জেলা শাখার সভাপতি সাবেক ছাত্রনেতা এসএম ফরিদ রানার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মহানগর শাখার সভাপতি,সাবেক যুবনেতা শফিউল আলম কিসলু।

সাধারণ সম্পাদক শাহ মোঃ জাকিউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ শাহরুখ উল ইসলাম রানা, মহিলা বিষয়ক সম্পাদক,জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, মাস্টার নজরুল ইসলাম, এসএম শাহিন আলম, আরাফাত হোসেন, মনিরুজ্জামান মিন্টু, গাজী আবাদুল হক, আনোয়ারুল ইসলাম, খুরশীদ আলম মোড়ল, ননী গোপাল দাশ, মিজানুর রহমান, তাজদিকুর রহমান জয়, সোহেল বিশ্বাস, ফরাদ হোসেন, শেখ শাহিন, রুহোল আমিন পাসা, মনির হোসেন, উজ্জ্বল কুমার মন্ডল, মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, উত্তম মন্ডল, সালাম মোড়ল, উত্তম পাল, কাজী দাউদুল হক, তৌহিদুল ইসলাম, শেখ জিহাদ হোসেন, রকিবুজ্জাামান লিটন, মহিদুল ইসলাম সনেট, সুমন সেলিম, সৌরভ সেন, আমিরুল ইসলাম বাবু, অভি শেখর, দ্বিপক কুমার দাশ, হাসিব সানা, আল-আমিন গাজী, আশিফুল ইসলাম, আজিজুল হাকিম, শ্যামল দত্ত, জাকারিয়া গাজী, রোজয়ান আহম্মেদ, রবিউল ইসলাম, অভি সেন, বিপ্লব হোসেন, গোবিন্দ মজুমদার, মোজাম হোসেন ভূইয়া, মিলন বিশ্বাস, মাহবুব রহমান, ছাত্রলীগনেতা শাহরিয়ার সোহেল ও সাদ্দাম হোসেন।

কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন এবং মহানগরীর থানা, ওয়ার্ড থেকে সংহতি প্রকাশ করে পৃথক পৃথক মিছিল নিয়ে যোগদান করেন।