টাইমস ডেস্ক : ২০১৯ সালের জুন থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবুদল মুহিত। সোমবার এনবিআর আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু বাস্তবায়ন হচ্ছে। জুন মাসের মধ্যেই পদ্মাসেতুর ওপর দিয়ে যান চলাচল শুরু হবে। পিলারে সব স্প্যান এখনো না বসায় ডিসেম্বরের মধ্যে যান চলাচল শুরু হবেনা বলে জানান অর্থমন্ত্রী। অনুষ্ঠানে ঢাকা বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে ভ্যাট সম্মাননা প্রদান ও পুরস্কার দেয়া হয়। এসময় অর্থমন্ত্রী বলেন, ভ্যাট প্রদানকে উৎসাহিত করতে এনবিআর চেষ্টা করে যাচ্ছে।