১৭তম খুলনা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন

0
355

নিজস্ব প্রতিবেদক:
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ও মেসার্স এলিন ট্রেডার্স’র সার্বিক ব্যবস্থাপনায় খুলনা সার্কিট হাউজ ময়দানে মাসব্যাপী ১৭তম খুলনা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। দীর্ঘ ৯ বছরে জননেত্রীর নেতৃত্বে দক্ষিণ-পশ্চিমাঞ্চল’র ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়েছে। বাণিজ্য মেলার মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক পণ্যের প্রসার হবে।
খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এমপি, খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, কেএমপি কমিশনার মো. হুমায়ুন কবির, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
খুলনা চেম্বারের পরিচালক মফিদুল ইসলাম টুটুলের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবীর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেগম ফেরদৌসি আলী, খুলনা শিপইয়ার্ড’র জেনারেল ম্যানেজার ক্যাপ্টেন এম তারেক, খুলনা চেম্বারের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, চেম্বার পরিচালক গোপী কিষাণ মুন্ধড়া, শেখ আসাদুর রহমান, আ: মতিন পান্না, এলিন ট্রেডার্সের সত্ত¡াধিকারী মো. ইমরুল হাসান প্রমুখ।
এবারের মেলায় ২০টি প্যাভিলিয়নে ২২০টি স্টল অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মেলা চলবে।