১৫ আগস্ট উপলক্ষ্যে মোংলায় কৃষক লীগের আলোচনা সভা

0
338

মোংলা প্রতিনিধি:
১৫ আগস্ট উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মোংলায় কৃষক লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ হাবিবুর নাহার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল সিংহ রায়, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আ: রহমান ও পৌর যুবলীগের সভাপতি আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম।