ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি ও তরুণ আওয়ামী লীগ নেতা গোপাল চন্দ্র দে’র পিতা শান্তিরঞ্জন দে (৯৫) পরোলোক গমন করেছেন। শনিবার সন্ধ্যায় উলা গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ১ কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।
১২ নভেম্বর রবিবার দুপুরে উলা বাজারস্থ কায়স্তপাড়া শশ্মানঘাটে তার অন্তেষ্ট্রিক্রিয়া সম্পন্ন করা হয়। এসময়ে বিহেদী আত্মার শান্তিকামনাসহ শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে উলার বাসভবনে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আব্দুল হাদী, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর, স্থানীয় ভান্ডারপাড়া ইউপি চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস, বিএনপি নেতা মোল্যা মোশাররফ হোসেন মফিজ, আ’লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ খুলনা জেলার সভাপতি অমিত কুমার ও সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল কুমার দাস, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ ঘোষ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ গুটুদিয়া ইউনিয়নের আহবায়ক তরুন ফৌজদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।