হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগর শাখার প্রতিবাদ বিবৃতি

0
412

বিজ্ঞপ্তি : খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনায় ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগর শাখার নেতৃবৃন্দ। একইসাথে পরিষদের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. বিধান ঘোষসহ অন্যান্য আইনজীবীদের ওপর ন্যাক্কারজনক এই হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন তারা।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, হামলার নির্দেশদাতারা আইনজীবী সমিতির সদস্য। তাই আইনজীবী সমিতির পক্ষ থেকে এসকল সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরী। অন্যথায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে কঠিন কর্মসূচী গ্রহণ করা হবে। বিবৃতি দাতার হলেন, মহানগর শাখার সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ, সহ-সভাপতি সুখময় বিশ্বাস, মিঃ সরোজ মল্লিক, সাংবাদিক সুবীর রায়, শ্যামল রায়, সমর কুমার কুন্ডু, এ্যাড. পরিমল কুমার রায়, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দাস, প্রশান্ত দাস, শিবু রায়, ডাঃ এস কে পান্ডে, গোপাল ঘোষ, বিপুল পোদ্দার, রবীন্দ্রনাথ সাহা, রঘুনাথ ঘোষ কালা, রনজিৎ সরকার রনু, বিপ্লব দাস, নিলয় মুখার্জি, বিশ্বজিৎ দে সরকার, জন বুলেট ঘোষ, অশোক সাহা, বলরাম ঘোষ, সাংবাদিক বিমল সাহা, সঞ্জয় রানা, নারায়ন চন্দ্র মন্ডল, শ্রীমতি মুক্তি রায়, মিন্টু আঢ্য, আনন্দ কুমার স্বর, নিখিল কুমার বিশ্বাস, প্রভাস হালদার খোকন, রবীন্দ্রনাথ মিত্র, শিধু চক্রবর্তি, ননী গোপাল বিশ্বাস, সমর কৃষ্ণ রায়, সুনীল কুন্ডু, শ্যামল সাহা, ডাঃ প্রদীপ কর্মকার, অলোক সাহা, অধ্যাপক ডাঃ পরিতোষ চৌধূরী, ডাঃ নিরঞ্জন অধিকারী, দিলীপ চন্দ্র বিশ্বাস, জীতেন্দ্র নাথ রায়, বাদল বিশ্বাস, শ্যামল কুমার ঘোষ, শংকর বিশ্বাস, প্রণব কান্তি মন্ডল, লিটন ঘোষ প্রমুখ।