হাঙ্গেরিকে হারিয়ে নেশন্স লিগ গ্রæপের শীর্ষে নতুন চেহারার ইতালি

0
229
হাঙ্গেরিকে হারিয়ে নেশন্স লিগ গ্রæপের শীর্ষে নতুন চেহারার ইতালি

টাইমস স্পোর্টস: উয়েফা নেশন্স লিগের গ্রæপ পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে নতুন চেহারার ইতালি। মঙ্গলবার ২-১ গোলে হাঙ্গেরিকে হারিয়ে নিজেদের অপরাজিত থাকার ধারাবাহিকতাও অক্ষুন্ন রেখেছে দলটি। লিগ এ, গ্রæপ ৩ এর ম্যাচে রবার্তো মানচিনির দলের এই জয়ে সহায়তা করেছে নিকোলো বারেলা ও লোরেঞ্জো পেলেগ্রিনির প্রথমার্ধের গোল। এই জয়ে তালিকার দ্বিতীয়স্থানে থাকা হাঙ্গেরির চেয়ে এক পয়েন্টে এগিয়ে গেছে ইতালি। ম্যাচের ৬১ মিনিটে হাঙ্গেরির লড়াইয়ে ফিরে আসার গোলটিও ছিল ইতালীর, তবে আত্মঘাতি। জিয়ানলুকা মানচিনির আত্মঘাতি ওই গোলে ম্যাচের ফল ২-১ ব্যবধানে নেমে আসে। বিশ্বকাপে কোয়ালিফাই হতে ব্যর্থ ইউরোপীয় চ্যাম্পিয়নরা এখন নিজেদের পুনর্বাসনে মনোযোগ দিয়েছে। আগামী শনিবার উলভারহ্যাম্পটনে ইংল্যান্ডের মোকাবেলা করবে আজ্জুরিরা। তিনদিন পর জার্মানির মুখোমুখি হবে ইতালি। মানচিনি বলেন, ‘এটি ছিল দারুন পারফর্মেন্স, বিশেষ করে প্রথমার্ধে। তাদের পক্ষে যাওয়া গোলটি অবশ্য আমাদেরকে কিছুটা ভয় ধরিয়ে দিয়েছিল। তবে এটি ছিল এমন একটি ম্যাচ, যেখানে আমাদের বড় ব্যবধানে জয় পাওয়া উচিত ছিল। এই দলটি গড়া হয়েছে তরুনদের নিয়ে। যাদের আরো উন্নতি করার প্রয়োজন। আমাদেরকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।’ মানচিনি এমন সব খেরোয়াড় নিয়ে স্কোয়াড গড়েছেন, যাদের ইউরো ২০২০ শিরোপা জয়ে খুব একটা ভুমিকা ছিল না। কারো কারো কোন ভুমিকাই নেই। গত মার্চে উত্তর মেসিডোনিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বঞ্চিত হওয়ায় ¤øান হয়ে গেছে ইতালির উজ্জলতা। গত জুলাইয়ে ওয়েম্বলি থেকে ইউরোপীয় সেরার পুরস্কার জয়ের পর মঙ্গলবারের আগে ১১টি ম্যাচে অংশ নিয়ে মাত্র ৩টিতে জয়লাভ করেছিল ইতালি। গত সপ্তাহে লন্ডনে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচেই ফুটে উঠেছিল দলটির গভীর সংকটের চিত্র। তবে তারুন্য নির্ভর একাদশটি ইতালিকে নতুন জীবন ফিরিয়ে দিতে শুরু করেছে। জার্মানির সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর চেসেনিয়ায় তারা লাভ করেছে দারুন এক প্রেরনাদায়ী জয়। ম্যাচের ৩০ মিনিটে ইতালীর হয়ে গোলের সুচনা করেন বারেলা। ইনজুরির কারণে দীর্ঘ প্রায় এক বছর মাঠের বাইরে কাটানোর পর শীর্ষ ফর্ম ফিরে পাওয়া লিওনার্দো স্পিনাজ্জোলার যোগান থেকে গোল করেন তিনি। প্রথমার্ধের শেষ মিনিটে মাত্তেও পলিটানোর পাসের বল জালে জড়াতে ভুল করেননি রোমা অধিনায়ক পেলেগ্রিনি। চারদিনের ব্যবধানে এটি ছিল ইতালির হয়ে তার দ্বিতীয় গোল। বিরতি থেকে ফেরার ৯ মিনিট পর পলিটানোর অসাধারণ একটি শটের বল বারে লেগে ফিরে আসে। ৬ মিনিট পর মানচিনির আত্মঘাতি গোলটি সমতায় ফিরিয়ে আনে হাঙ্গেরিকে।