মোঃ ইকবাল হোসেন,কপিলমুনি :
পাইকগাছার হরিঢালী ইউনিয়ন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সি পি পি) আয়োজিত রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -১০ মার্চ উপলক্ষে পাইকগাছা উপজেলায় হরিঢালী ইউনিয়ন গণসচেতনতামূলক র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মুজিববর্ষে সফলতা দুর্যোগ পরিস্থিতির গতিশীলতা ,গাছ লাগান পরিবেশ বাঁচান ,আবহাওয়া সংবাদ আবহাওয়া সংবাদ জেনে নিন জেনে রাখুন ,উঁচু ভিটা শক্ত ঘর গাছপালায় ঠেকাই ঝড় এই প্রতিপাদ্য নিয়ে অগ্রযাত্রা শুরু করেন ।
উক্ত অনুষ্ঠানের উপজেলা সহ-কারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন স্যারের নির্দেশনা ,বিশেষ অতিথি রনজিত দে,বাবু সঞ্জয় দাসের উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিপ্লব কান্তি দাশ সঞ্চালনায় নিত্যানন্দ দাস এবং বিভিন্ন ওয়ার্ডের টিম লিডার আশিকা সুলতানা , সুদিপ্ত দাস,অমিত মন্ডল ,সঞ্জয় ভট্টাচার্য ,রাজ কুমার বিশ্বাস ,আলমগীর হোসেন, রাজিব মজুমদার ডেপুটি টিম লিডার সাইদুর রহমান ,আলমগীর সরদার ,রাসেল গাজি ,রুহুল আমিন, নাদিম মাহমুদ ,ফরহাদ ও রাশেদ ,আল মামুন ,মাধব মন্ডল ,সংগ্রাম, অরুপ,প্রান্ত মজুমদার এবং সকল স্বেচ্ছাসেবক সদস্যরা উপস্থিত ছিলেন।