স্বাস্থ্য মেলা সফলে স্বাস্থ্য সেবা গ্রহীতা ফোরামের সভা

0
374

খবর বিজ্ঞপ্তি : আগামী ৬ ও ৭ ডিসেম্বর নগরীতে স্বাস্থ্য মেলা সফল করতে জেলা স্বাস্থ্য সেবা গ্রহীতা ফোরামের প্রস্তুতি সভা রবিবার বিকেলে ব্লাস্ট খুলনা ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি এড. মোমিনুল ইসলাম ও পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক খলিলুর রহমান সুমন। সভায় বক্তৃতা করেন ফোরামের যুগ্ম সম্পাদক আবুল হাসন, নির্বাহী সদস্য খালিদ হোসেন, এড. অশোক কুমার সাহা, জিএম মহিউদ্দীন, এড. ফারহানা হক, দিলরুবা আক্তার, মনিরুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার গোলাম কিবরিয়া, সহিবা প্রমূখ। সভায় মেলা সফল করতে নানা কর্মসূচী গ্রহন করা হয়।
খুলনা জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ওয়েভ ফাউন্ডেশন ও স্বাস্থ্য সেবা গ্রহীতা ফোরামের সার্বিক সহযোগিতায় নগরীর ১৪ সামসুর রহমান রোডস্থ স্কুল হেলথ ক্লিনিক প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় সরকারি-বেসরকারি পর্যায়ে স্বাস্থ্য নিয়ে কাজ করে এমন সংগঠনগুলা অংশ গ্রহন করবে। মেলায় ২৭টি স্টল থাকবে। প্রথম দিন বুধবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান। দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল ১০টায় ‘মা ও নবজাতক শিশু মত্যুহ্রাসকরণে সরকারের চাইতে জনগণের ভূমিকাই মূখ্য’ শীর্ষক শিরোনামে বিতর্ক প্রতিযাগিতা অনুষ্ঠিত হবে। সাড়ে ১১টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকল ৩টায় সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। সভাপতিত্ব করবেন খুলনার সিভিল সার্জন ডাঃ এ এস এম আব্দুর রাজ্জাক।