স্ত্রীর প্রতিশোধ নিতে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেও শ্রীঘরে

0
576

ফকিরহাট প্রতিনিধি :

বাগেরহাটে ফকিরহাটে স্ত্রীকে ফুসলিয়ে নেওয়ার প্রতিশোধ নিতে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেও এখন শ্রীঘরে। এমন ঘটনা উপজেলার পুরাতন সাইকেল হাটে ঘটেছে। স্থানীয়রা জানায়, রূপসার খাজাডাঙ্গা এলাকার জামাল বিশ^াস এর স্ত্রী নাসরিন বেগম নামের ৩সন্তানের জননীকে বাগেরহাটের সোনাতলা এলাকার মোঃ রেজাউল শেখ আনুমানিক ৭/৮ বছর পূর্বে প্রেমের সম্পর্কের একপর্যায় তাকে নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার শুরু করে। এর জের ধরে জামাল বিশ^াস উক্ত রেজাউলকে জব্দ করার নানা ফন্দি আটে। এবং তার সাথে সখ্যতা গড়ে তোলে। একপর্যায়ে ২০ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় উভয় মাছ ধরার জন্য ২ বোতল সাইপারগার্ড ঔষুধ ও বস্তা সহকারে ফকিরহাট আসে। এসময় পুর্ব শত্রুতার জের ধরে উক্ত রেজাউলকে স্থানীয় জনতার কাছে ধরিয়ে দেয়। পরবর্তীতে জানা গেছে, রেজাউলকে ফাসানোর জন্য নাসরিনের ১ম স্বামী জামাল বিশ^াস পরিকল্পিতভাবে ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা উভয়কে থানা পুলিশের নিকট সোপর্দ করে। এ ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় থানা হাজতখানায় ছিল।