সোনাপোতা স্কুলে পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

0
968

খুলনা টাইমস প্রতিবেদক:
নগরীর সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দক্ষিণাঞ্চল প্রতিদিন সম্পাদক এস এম সাহিদ হোসেন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) এ এম কামরুল ইসলাম পিপিএম ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সভাপতি এস এম জাহিদ হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা ফাতেমা রহমান। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. অহেদুজ্জামান, আহসান উল­াহ কলেজের সিনিয়র প্রভাষক জাহাঙ্গীর আলম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলরুবা ইয়াসমিন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।