সোনাডাঙ্গা মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

0
768

নিজস্ব প্রতিবেদক:
সোনাডাঙ্গা মডেল থানা কম্পাউন্ডে সোমবার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মম্তাজুল হক এর সভাপতিত্বে একটি ‘ওপেন হাউজ ডে’ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ এহ্সান শাহ্, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন), মোঃ আবুল খায়ের ফকির পিপিএম, সোনাডাঙ্গা মডেল থানা, কেএমপি, খুলনা, সিপিও এসআই (নিঃ) মোঃ শহীদুল ইসলামসহ সোনাডাঙ্গা মডেল থানা কমিউনিটি পুলিশিং এর সকল ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, মহিলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গন্যমান্য বিভিন্ন শ্রেণীর পেশার পেশাজীবিগণ।
ওপেন হাউজ ডে’র আলোচনা সভায় পুলিশ ও জনগণ একে অপরের সাথে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নিবারণ এবং চলামান মাদকদ্রব্য নির্মূল অভিযানে বাংলাদেশ পুলিশের বিশেষ ভ‚মিকা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বাংলাদেশ পুলিশের বিভিন্ন কর্মক্ষেত্র ও সাধারণ মানুষের কল্যাণে কিভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে কাজ করা যায় তা উপস্থিত জনতার মাঝে তুলে ধরা হয়েছে।