টাইমস প্রতিবেদক : খুলনায় সোনাডাঙ্গা মডেল থানার পৃথক অভিযানে শতাধীক ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মমতাজুল হক, এর তত্তবধায়নে অভিযান দুটি পরিচালিত হয়।
জানাগেছে, এসআই বি.এম মনিরুজ্জামানের, নেতৃত্বে গোপন সংবাদ পেয়ে পুজাখোলা মোড়স্থ নিমার্নাধীন ১০ তলা ভবনের সামনে রাস্তা হতে মোঃ ইয়ারুল ইসলাম চৌধুরী @ পিল্টু(৩৮), পিতা-মোঃ কামরুল ইসলাম চৌধুরী সাং-৯৬ ছোট বয়রা মার্কেট রোড, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগর, খুলনাকে শুক্রবার ৭টা ১০মিনিটে ৫১ (একান্ন) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
অপর এক অভিযানে এসআই পল্লব কুমার সরকারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বানরগাতি বাজার মেটোপলস্থ খালাসী রাইচ মিলের সামনে পাকা রাস্তা হতে মোঃ রাসেল তালুকদার (২২) (পিতা-মোঃ সেলিম তালুকদার সাং-নিজখামার ঠিকরাবাদ থানা-লবনচরা) কে ৫২(বায়ান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।