নিজস্ব প্রতিবেদক, খুলনাটাইমস:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর শিক্ষা সফরের দুটি বাস তল্লাশী করে ২হাজার ২শ’ পিস ইয়াবা উদ্ধারের হোতা মাসুদ রানা (২৭) কে গ্রেফতার করা হয়েছে। মাসুদ রানা খানজাহান আলি থানাধিন ফুলবাড়িগেট কার্তিক কলোনীর মৃত বেলাল হোসেনের ছেলে। মঙ্গলবার দিবাগত রাতে তাকে ময়ুর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে ওসি মমতাজুল হক জানান।
মামলার বিবরণে জানা যায়, গত ৪জানুয়ারি কুয়েটের ৭০জন শিক্ষক শিক্ষার্থীসহ মিদুল টুরস্ এর দুটি বাস রাঙ্গামাটি, সেন্টমার্টিন ও খাগড়াছড়িতে শিক্ষা সফরে যায়। সোমবার বাস দুটি খুলনায় ফিরে আসে। খুলনার ইয়াবা ব্যবসায়ীদের সাঙ্গে যোগসাজসে বাসের স্টাফরা ইয়াবার চালান নিয়েছে। রাত ৮টার দিকে সোনাডাঙ্গা বাস টার্মিনালের মোড়ে বাস তল্লাশী চালিয়ে প্রায় ২হাজার ২শ’ পিস ইয়াবাসহ বাস দুটি আটক ও চালক হেলপারদের আটক করা হয়।
#