“সুলতান অফ হিমালয়া” কনটেস্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

0
452

ঢাকা অফিস: বিশ্বব্যাপী সমাদৃত ব্যান্ড ‘‘হিমালয়া” দীর্ঘদিন যাবৎ সুনাম ও সফলতার সাথে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে আসছে, এরই ধারাবাহিকতায় হিমালয়ার সকল সম্মানিত পরিবেশকদের জন্য “সুলতান অফ হিমালয়া” কনটেস্টের আয়োজন করে এবং গত ২৪ জুলাই ২০১৮ তারিখে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেষ্ট তুলে দেন দি হিমালয়া ড্রাগ কোঃ লিঃ এর প্রেসিডেন্ট ডিরেক্টর জেসমিন্দর সিং এবং ন্যাশনাল সেলস্ ম্যানেজার আব্দুর রহিম অকর্ ।

উক্ত অনুষ্ঠানে হিমালয়ার নতুন তিনটি পণ্য -ফেয়ারনেস কেসার ফেসওয়াশ, অয়েল ক্লিয়ার লেমন ফেসওয়াস ও ময়েশ্চারাইজিং অ্যালোভেরা ফেসওয়াস এর মোড়ক উম্মোচন করে জেসমিন্দর সিং। তিনি বলেন ত্বকের যত্নে ন্যাচারাল সল্যুশন ও প্রয়োজনীয় জ্ঞান বাংলাদেশে ভোক্তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে হিমালয়া নিরন্তর কাজ করে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিজিওনাল বিজনেস ম্যানেজার আঙ্কিত মাহাজন, হেড অব অপারেশন সিদ্ধার্থ প্রসন্ন রয় এবং মার্কেটিং ম্যানেজার আফরোজ হোসেন আরেফিন ।