সংবাদ বিজ্ঞপ্তি:
সুন্দরবন রোটারি ক্লাবের উদ্যোগে একটি দুস্হ পরিবারের মাঝে আয়বর্ধক পানি সরবরাহের জন্য একটি ট্রলি ও কলসি প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকাল ৫ টায় ক্লাব প্রেসিডেন্ট মোঃ মফিদুল ইসলাম টুটুলের সভাপত্বিতে মোমেনা বেগম পরিবার কে ট্রলিটি হস্তান্তর করা হয়। আলোচনা করেন পিপি কামরুল করিম বাবু পিপি এম এ বারেক পিপি নাসিরুজ্জামান রোটাঃ ইশরাত আমিন শাবানা রোটারেক্টর রাসেল আমিন সহ প্রমুখ