মোংলা প্রতিনিধি : সুন্দরবনের ভিতর দিয়ে চলাচলের অনুমতি না থাকায় এফ,বি একোয়া মেরিন নামের একটি ফিশিং ট্রলার আটক করে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে বন বিভাগ। বঙ্গোপসাগরে মাছ আহরণ করতে যাওয়ার পথিমধ্যে শনিবার রাতে মোংলার পশুর নদী ও সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া এলাকায় পৌঁছালে এই ফিশিং ট্রলারটি আটক করে বন বিভাগ।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো: মাহমুদুল হাসান জানান, সুন্দরবনের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করে পশুর নদী দিয়ে বঙ্গোপসাগরে যাবার পথে এফ,বি একোয়া মেরিন নামের ফিশিং ট্রলারকে হাড়বাড়িয়া এলাকায় থামানোর জন্য সংকেত দেয় বনপ্রহরীরা। কিন্তু ওই ট্রলারটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলরত বনরক্ষীরা ধাওয়া করে ট্রলারটি আটক করে। ফিশিং ট্রলারটির বঙ্গোপসাগরে মাছ ধরার অনুমতি থাকলেও সুন্দরবন রিজার্ভ ফরেস্টের ভিতরে চলাচলের জন্য বনবিভাগের কোন অনুমতি ছিলনা। বনে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করে রাতেই ১৫ জেলে-মাঝিমাল্লাসহ আটক ওই ট্রলারটি ছেড়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৬ সেপ্টেম্বর পশুর নদী থেকে একই অভিযোগে এফ,বি ম্যাটাডোর নামক একটি ট্রলারকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা নিয়ে ছেড়ে দেয়া হয়।