সুন্দরবনের ডাকাত আটক, গুলি জব্দ

0
461

নিজস্ব প্রতিবেদক,খুলনাটাইমস :
দস্যুতা করার অভিযোগে খুলনার দাকোপ উপজেলার সুতারখালি ইউনিয়নের সুতারখালি গ্রাম থেকে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) মাহবুবুর রহমান(৪২) নামের এক ডাকাত আটক করেছে কোস্টগার্ড। এ সময় ঘটনাস্থল থেকে গুলি জব্দ করা হয়। মাহবুবুর রহমান সুতারখালি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ খুলনাটাইমসকে  জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত একটার দিকে বনদস্যু শরীফ বাহিনীর বিরূদ্ধে অভিযান চালিয়ে গোলাসহ তাকে আটক করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ডাকাত সদস্যকে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।