মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: সুন্দরবনের কটকা এলাকা থেকে প্রায় ১৮ কোটি টাকা মূল্যের বিদেশী (ভারতীয়) শাড়ী, লেহেঙ্গা ও শাল চাদর জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দকৃত কাপড় মোংলা কাস্টমস হাউসে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) অপারেশন কর্মকর্তা লে: আব্দুল্লাহ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা মঙ্গলবার ভোরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা এলাকায় অভিযান চালায়।
এ সময় কোস্ট গার্ডের টহল বোট দেখতে পেয়ে একটি ইঞ্জিন চালিত ট্রলার দ্রæত গতিতে চালিয়ে পালানোর চেষ্টা করলে অভিযানকারীরা ধাওয়া করে ওই ট্রলারটি আটক করে। কোস্ট গার্ড ধাওয়া করামাত্র ট্রলারে থাকা লোকজন লাফিয়ে পড়ে বনের মধ্যে পালিয়ে যায়। পরে ট্রলারটিতে তল্লাশী চালিয়ে ২১ হাজার ১৬৬ পিচ শাড়ী, ২০২ পিচ লেহেঙ্গা ও ৭৭৭ পিচ শাল চাদর জব্দ করা হয়। আটক ট্রলার ও জব্দকৃত পণ্যের মূল্য ১৭ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৫শত টাকা বলে জানায় কোস্ট গার্ড। জব্দকৃত মালামাল বুধবার বিকেলে মোংলা কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। নদী পথে প্রতিবেশ দেশ (ভারত) হতে পাচার হয়ে আসা বড় এই কাপড়ের চালান আটকের পর সাগর ও সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে উপকূলরক্ষী বাহিনী কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে বলেও জানান কোস্ট গার্ড’র এ কর্মকর্তা। #